ওয়াহিদ হোসেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, “আমরা যাকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছি, একটি দল তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ধর্মের নামে রাজনীতি করে তারা ষড়যন্ত্র করছে’
এ সময় এস এম জিলানী বলেন, “চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। অথচ একটি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে। ওরা ধর্মের নামে রাজনীতি করছে, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “তারা একদিকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। কিন্তু বিএনপি এখনো কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের মুখে এক, অন্তরে আরেক।”
‘গভীর ষড়যন্ত্র চলছে’
বিএনপি নেতা অভিযোগ করেন, “তাদের পিআর মানে হচ্ছে— কোনো আসনে প্রার্থী থাকবে না, একটি দলের প্রতীকে ভোট হবে। কিন্তু তারা প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছে। এর মানে গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের সবাইকে এ থেকে সতর্ক থাকতে হবে।”
কর্মী সম্মেলনে নেতাদের উপস্থিতি
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল রাড়ি, জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
সভায় নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।