নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স ভাই ভাই ব্রিকস নামের একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার সতিহাট নীলকুঠি মোড় এলাকায় অবস্থিত ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন থেকে মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক রফিকুল ইসলাম ইট ভাটা ব্যবসা করে আসছিলেন। এমন অভিযোগে ওই ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এসময়এস্কেভেটর (ভেকু) দিয়ে ভাটার চিমনি ভেঙে দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিভিয়ে দেওয়া হয়।
এসময় সহযোগিতা করেন,নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব বিন জামান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন,বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ প্রসঙ্গে ইউএনও মোঃ শাহ আলম মিয়া বলেন, মান্দা উপজেলার প্রত্যেকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।