আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে প্রাণীসম্পদ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
এরপর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহম্মেদ সবুজ, অফিসার ইনচার্জ (ওসি) আবদুস ছালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওঃ শাহাজালাল হোসেন জিহাদি, জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক উপজেলা আমির সুলতানা মাহমুদ, খামারী সালেহ মোঃ ঈসা মুহিত প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন-সুসাশনের জন্য সচেতন নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মও আমির হোসেন।
এ সময় ২৪০ জন ডেইরি পিজি সদস্যকে জনপ্রতি ২টি মিল্ক ক্যান, হ্যান্ড গ্লোবচ, গামবুট, হাইগ্রো মিটার, ডিজইনফ্যাকটেট স্প্রে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্টলে সকল অংশগ্রহণকারীর মধ্যে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আলোচনা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ৩০টি স্টল অংশ নেয়।