আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে তারুন্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে গ্রামীণ প্রতিযোগীতা ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার কান্ডপাশা গ্রামের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় ঘোড়দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণী করা হয়।নলছিটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতাকে একটি সমৃদ্ধ ঐতিহ্যবাহী খেলা হিসেবে অভিহিত করেন, যা প্রাচীনযুগ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গৌরবময় অধ্যায়ের স্মারক। তিনি কালের বিবর্তনে বিলুপ্তপ্রায় এই ধরনের ঐতিহ্যবাহী খেলা পুনর্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং ঐতিহ্যের প্রতি সম্মান গড়ে তোলার জন্য এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তা সমাজে এক নবজাগরণের সঞ্চার করবে বলে সকলে আশাবাদও ব্যক্ত করেন জেলা প্রশাসক।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অন্তরা হালদার এবং নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।