মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব্যাপক অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ অভিযানে প্রায় ১ হাজার ৮০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ৪টি হোটেলকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা এই অভিযান পরিচালিত হয় বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড, বারপাড়া, কেওডালা, অলিম্পিক বিস্কুটের গলি রোডসহ বিভিন্ন এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার (প্রকৌশলী) জাহিন আমির খান।
এ সময় উপস্থিত ছিলেন তিতাসের সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, মোরসালিন, রনিসহ আরও অনেকে। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন—
“সারাদেশেই অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চলছে। যেখানে অবৈধ লাইন পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিতাস কর্তৃপক্ষ জানায়—অবৈধ সংযোগের কারণে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাই এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, ভবিষ্যতে যেন আর কেউ অবৈধ সংযোগ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে।