মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ১০:৪০ ঘটিকায় একটি সফল অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) পুড়িয়া হেরোইনসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি নারায়ণগঞ্জ সদর থানাধীন পাইকপাড়া বড় কবরস্থানের সাকিনস্থ দেওয়ান বাড়ীর সামনে পায়ে হাটা রাস্তার উপর পরিচালিত হয়। ধৃত আসামির নাম মোঃ রমজান হোসেন রঞ্জু (৪৭)। তার পিতার নাম মোঃ খলিলুর রহমান, মাতার নাম ফরিদা বেগম। স্থায়ী ঠিকানা ৩০১, শাহ সূজা রোড, পাইকপাড়া, উপজেলা/থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
আটককৃত আসামীর হেফাজত থেকে ৩০ (ত্রিশ) পুড়িয়া হেরোইন, যার ওজন ০২ (দুই) গ্রাম এবং আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উক্ত মাদকদ্রব্য জব্দের পর আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ এই ধরনের অভিযান চালিয়ে শহরে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখছে।