মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ২১ অক্টোবর ২০২৫ তারিখে অভিযান চালিয়ে ৪৫ (পয়তাল্লিশ) পুড়িয়া হেরোইন এবং ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, সকাল ১১:১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর থানাধীন ২নং রেলগেইটস্থ রেলওয়ে সুপার মার্কেটের মেসার্স দিপু ট্রেডার্সের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে আসামি ১। মোসাঃ টুকু বেগম (৪৫), পিতা-মৃত আজিজ সিকদার, মাতা-মৃত আছিয়া, সাং- উকিলপাড়া রেল লাইন বস্তি (ভাসমান), এবং ২। অর্পনা ইসলাম (২২), পিতা-আব্দুল জলিল, মাতা-ময়না বেগম, সাং- উকিলপাড়া রেল লাইন বস্তি (ভাসমান), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:
-
৪৫ (পয়তাল্লিশ) পুড়িয়া কথিত হেরোইন, যার ওজন ৫ (পাঁচ) গ্রাম, বাজারমূল্য প্রায় ১৩,৫০০/- টাকা।
-
১০০ (একশত) পুড়িয়া কথিত গাঁজা, যা কাগজসহ ওজন ৩০০ (তিনশত) গ্রাম, বাজারমূল্য প্রায় ৩,০০০/- টাকা।
উক্ত মাদকদ্রব্য জব্দ তালিকার ভিত্তিতে জব্দ করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে এবং এই ধরনের অপরাধ দমন করার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।