মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন একরামপুর পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১০৫ পিস ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ-এর একটি বিশেষ টিম একরামপুর পৌরসভা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ শাকিল (৩৫) ও মোঃ রিয়ন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ-এর সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ এনামুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়—
১। মোঃ শাকিল (৩৫), পিতা—হাসান আলী, মাতা—মেহেরুননেসা। ঠিকানা: একরামপুর উইলসন রোড, বাসা নং-৩৫৬, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ।
২। মোঃ রিয়ন (২৫), পিতা—মোঃ শিপন, মাতা—নারগিস বেগম। ঠিকানা: মাহমুদনগর সরদার বাড়ি, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।