নারী নির্যাতন বন্ধে জোট বাধো, তৈরি হও আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন কর

বিশেষ প্রতিনিধিঃ

গত ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, মিরপুর-১৩ এ অবস্থিত কর্মজীবী নারী’র উইমেন ক্যাফে সম্মুখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৪ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশটির মূল প্রতিপাদ্য ছিল “নারী নির্যাতন বন্ধে জোট বাধো, তৈরি হও, আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন কর”—যা নারী নির্যাতন ও শ্রমিক অধিকারের জন্য সোচ্চার হয়ে উঠতে সকলকে একতাবদ্ধ করার আহ্বান জানায়। অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় “পোশাক শিল্পের ভ্যালু চেইনের সাথে যুক্ত গৃহভিত্তিক নারীশ্রমিকদের শোভন কাজের অধিকার প্রতিষ্ঠায় সংগঠন ও নেতৃত্ব জোরদারকরণ” প্রকল্পের আওতায় কর্মজীবী নারী এই সমাবেশটির আয়োজন করে।

 

এ আয়োজনে অংশগ্রহণ করেন মিরপুর-১৩, ১৪, ১ এবং ভাসানটেক এলাকার প্রায় ১৩০ জন গৃহভিত্তিক নারী শ্রমিক (হোম বেজড), যারা পোশাক শিল্পের ভ্যালু চেইনে কাজ করে থাকেন। তারা এই সমাবেশে অংশ নিয়ে তাদের অধিকার আদায়ের জন্য সংগঠন ও নেতৃত্ব জোরদারের পক্ষে কণ্ঠ তোলে।

সমাবেশে বিভিন্ন শ্রেণির বক্তা তাদের বক্তব্য দেন। শ্রমিক নেত্রী শেখ শাহনাজ, যারা জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের পক্ষ থেকে বক্তব্য রাখেন, তিনি বলেন, “নারী শ্রমিকদের অধিকারের জন্য আমাদের সংগঠিত হতে হবে এবং আইএলও কনভেনশন ১৯০ সমর্থন করতে হবে।” এছাড়া, গৃহভিত্তিক নারী শ্রমিক মৌসুমী আক্তার ও চম্পা খাতুন তাঁদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “আমরা যে কাজ করি, তা সম্মানজনক হওয়া প্রয়োজন। আমাদের অধিকার রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।” গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি মো. ওয়াহিদুল, কমিউনিটি লিডার আন্নি, প্রকল্প কর্মকর্তা সাদিয়া আফরিন কনা, প্রকল্প সম্বয়ক কাজী গুলশান আরা দিপা এবং উপ-পরিচালক রাবিতা ইসলাম সমাবেশে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন এবং এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এই সমাবেশটি সঞ্চালনা করেন কর্মজীবী নারী’র কর্মকর্তা হুরমত আলী, যিনি তার সঞ্চালনায় সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা স্লোগানে মুখরিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। মিছিলটি মিরপুর-১৩ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ধরে চলে এবং শেষে মিরপুর-১৩ উইমেন ক্যাফে এসে শেষ হয়। ব্যানার এবং ফেস্টুনে লেখা ছিল বিভিন্ন নারী অধিকার ও শোভন কাজের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার স্লোগান, যা সবার মধ্যে এক ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *