নিজেকে বদলাতে হবে, নিয়ম-শৃঙ্খলায় থাকতে হবে: জেলা প্রশাসক

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জের মানবতার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের থেমে থাকলে চলবে না। পৃথিবী পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেকেও পরিবর্তন করতে হবে। আগে নিজেকে ভালো হতে হবে। সমস্যার মধ্যেই শৃঙ্খলা বজায় রাখতে হবে।

১৪-১০-২৫ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে জেলা পরিষদ কার্যালয়ে দিনব্যাপী ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পেশাদার গাড়িচালক ও হেলপারদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। প্রতিটি মানুষের জীবন মূল্যবান। জনগণই আমাদের সম্পদ। দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পরিবহন খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, একসময় এই খাত ঘুরে দাঁড়াবে এবং দেশের সার্বিক পরিবেশ আরও সুন্দর হবে।

এই কর্মসূচির মাধ্যমে পেশাদার গাড়িচালক ও হেলপারদের নির্দিষ্ট ইউনিফর্ম, সনদপত্র এবং মালিক সমিতির পক্ষ থেকে নিয়োগপত্র প্রদান করা হবে বলে জানানো হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, জেলা বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মো. আবদুল করিম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশেষ প্রশিক্ষণ:
নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পেশাদার গাড়িচালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *