কামরুল ইসলাম:
চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রুটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুমিল্লা রিজিওনাল হাইওয়ে পুলিশের পটিয়া ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম। দায়িত্ব গ্রহণের পর থেকেই চুরি, ছিনতাই, মাদক কারবারসহ নানা অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়ে তিনি এই থানাকে নিরাপত্তা ও পেশাদারিত্বের এক মডেলে পরিণত করেছেন।
২০২৫ সালে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মো. জসিম। শুরুতেই তিনি গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করে যানবাহনে ডাকাতি, চাঁদাবাজি, মাদকপাচারসহ নানা অপরাধ চিহ্নিত করে ব্যবস্থা নেন। তার নিরলস চেষ্টায় কমে এসেছে দুর্ঘটনা ও যানজট। সড়কে ফিরেছে শৃঙ্খলা।
ওসি জসিমের নেতৃত্বে গড়ে ওঠা টিমওয়ার্ক প্রশংসিত হয়েছে পরিবহন মালিক-শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্টদের কাছে। তাঁর অফিসে যে কেউ বিনা ভয়ভীতিতে অভিযোগ জানাতে পারেন এবং দ্রুত ন্যায়বিচার পান। এলাকাবাসীর ভাষায়, “তিনি পুলিশ না, আপনজন হয়ে উঠেছেন।”
এই সফলতার পেছনে রয়েছে শুধু ব্যক্তিগত দক্ষতা নয়, রয়েছে তাঁর নেতৃত্বে পরিচালিত একটি একাগ্র, নিবেদিতপ্রাণ টিম। ওসি জসিম নিজেও বলেন, “আমি একা কিছুই না। আমার টিমের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলেই আজকের এই সাফল্য।”
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমিল্লা রিজিওনাল হাইওয়ের দায়িত্বপ্রাপ্ত এডিশনাল ডিআইজি স্যারের প্রতি, যিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের শুধু নির্দেশ দেন না, বরং সমস্যা শোনেন এবং সহানুভূতির সঙ্গে সমাধান করেন।
সড়ক নিরাপত্তা ও জনসেবায় ওসি জসিমের নিষ্ঠা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে কাজ করার মানসিকতা তাকে স্বতন্ত্র করে তুলেছে। তাঁর মতে, “আমি কোনো রাজনৈতিক কর্মচারী নই—আমি জনগণের পুলিশ। আইন সবার জন্য সমান, সেটাই আমার ধর্ম ও দায়িত্ব।”
নিরাপদ হাইওয়ের এই চিত্র হাইওয়ে পুলিশের সফল অভিযানের উদাহরণ হিসেবে ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছে প্রশাসনিক মহলেও। পটিয়া ক্রসিং থানার এই ওসিকে ঘিরে জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তা হাইওয়ে পুলিশি ব্যবস্থার জন্য একটি বড় অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।