নির্যাতন ও তথ্য গোপনের অভিযোগ পরিবারে

মোঃ হোসেন সুমন:

কক্সবাজার শহরের একটি বেসরকারি এতিমখানা থেকে ১৩ বছর বয়সী ছাত্রী মরিয়ম আক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ পার হলেও তার কোনো সন্ধান মেলেনি বলে পরিবারের দাবি।

পরিবারের অভিযোগ, মরিয়ম দীর্ঘদিন ধরে ওই এতিমখানায় থেকে পড়াশোনা করছিল। নিখোঁজের ঘটনা ঘটলেও এতিমখানা কর্তৃপক্ষ তা গোপন রাখে এবং ঘটনাটি ঘটার পরও পরিবারকে তৎক্ষণাৎ জানায়নি। তারা আরও অভিযোগ করেন, মরিয়ম সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, এতিমখানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনার ওপর বড় ধরনের প্রশ্ন উঠেছে।

পরিবার দ্রুত মেয়েটিকে উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। ইতিমধ্যে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ মরিয়মকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং ঘটনাটির সত্যতা উদঘাটনে এতিমখানার সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *