মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ
নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে তাঁতী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে বন্দর থানার ধামগর ও মুছাপুর এলাকায় এ দুটি অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন— মৃত ইদ্রিস আলীর ছেলে তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল বারেক (৫২) এবং মৃত রফিক সরদারের ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হানিফ কবির (৩৮)।
পুলিশ জানায়, প্রথম অভিযানে রাত ৩টার দিকে ধামগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে মো. আব্দুল বারেককে আটক করে বন্দর থানা পুলিশ।
পরে, রাত ৪টা ২০ মিনিটের দিকে মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে মো. হানিফ কবিরকে আটক করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপীকে জানান,
“হানিফ কবিরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে এবং অপর আসামি আব্দুল বারেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”