নেতৃত্বের শূন্যতা পূরণ করলেন সহধর্মিণী, আলতাফ হোসেনের স্বপ্ন এখন আছিয়ার যাত্রাপথে

মোঃ আনজার শাহ:

দেশের অন্যতম প্রভাবশালী সাংবাদিক সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা” এক অনিশ্চয়তা ও নেতৃত্বসংকটের সময় পার করছিল। এমন পরিস্থিতিতে সংগঠনের হাল ধরতে সামনে এলেন এর প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছা আছিয়া আক্তার। তার এই সিদ্ধান্ত সংগঠনের অভ্যন্তরে নতুন করে আশার আলো জাগিয়েছে।

এক লিখিত বিবৃতিতে মোছা আছিয়া আক্তার বলেন, “সংগঠনের অভ্যন্তরে চলমান শৃঙ্খলাহীনতা, নেতৃত্বের দ্বন্দ্ব ও বিভ্রান্তিকর অবস্থান আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। মরহুম আলতাফ হোসেন যে স্বপ্ন ও আদর্শ নিয়ে এই সংগঠন গড়েছিলেন, তা যেন নষ্ট না হয়—এই দায়বোধ থেকেই আমি সরাসরি নেতৃত্বে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত কারো বিরুদ্ধে নয়; বরং সংগঠনের হারানো ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা পুনরুদ্ধারের একটি প্রয়াস। একটি সংগঠনের প্রাণ হলো এর সদস্যদের আন্তরিকতা, একতা এবং ন্যায়ের প্রতি অবিচল আস্থা।”

মোছা আছিয়া আক্তার সকল সদস্য, প্রবীণ নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন—যেন সবাই একসাথে কাজ করে মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে অগ্রসর হন।

উল্লেখ্য, মরহুম আলতাফ হোসেনের হাত ধরে গড়ে ওঠা “জাতীয় সাংবাদিক সংস্থা” দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিক সমাজের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক আন্দোলন এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ বিভাজন ও নেতৃত্বসংকটে সংগঠনটি কার্যত স্থবির হয়ে পড়ে।

তবে আছিয়া আক্তারের নেতৃত্ব গ্রহণের ঘোষণার পর সংগঠনের ভেতরে আবারও আশাবাদের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিভাবকসুলভ দৃষ্টিভঙ্গি এবং সাংগঠনিক দায়বোধ “জাতীয় সাংবাদিক সংস্থা”কে পুনরায় একটি ঐক্যবদ্ধ, শৃঙ্খলিত ও গতিশীল প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *