নেত্রকোনা প্রতিনিধি:
ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি এবং দেশের বিভিন্ন স্থানে মুসলিম তরুণীদের টার্গেট করে ধর্ষণ, গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার অভিযোগসহ সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার সকাল ১১টায় বড়বাজার শাহী মসজিদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বারহাট্টা রোডের জামিয়া ইসলাম উলুম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী, ইসলাম ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আবু সায়েম খান, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, খেলাফত আন্দোলন নেতা মাওলানা মুস্তাফা জেহাদী, মুফতি আরিফুজ্জামান, হাফেজ জাকির হোসেন, মুফতি মুসা শেখ, মাওলানা আতাউর রহমান কমলপুরী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ইজহারুল ইসলাম, মাওলানা আব্দুল মোতালিব, হাফেজ সাকিব আল হাসান প্রমুখ।