মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি উত্তরপাড়া গ্রামে ভূমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় গ্রামজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মৃত ইনচানের ছেলে মোঃ সুমন মিয়া ও তার অনুসারীদের বিরুদ্ধে গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, সুমন মিয়া দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, নারী লোভ দেখানোসহ নানারকম অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সূত্রে জানা যায়, গত ২৯/১০/২৫ ইং তারিখ সকাল ৮টার দিকে পূর্ববর্তী একটি বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে বুলবুল মিয়ার পক্ষের কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মোঃ আরাধন মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ভাঙচুর করে এবং সাফকাওলা জমি জোরপূর্বক দখল করে নেয়। এ সময় বাড়িতে থাকা লোকজনকে আটক রেখে ঘরের ভেতরে জিম্মি করে রাখারও অভিযোগ ওঠে।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে গেলে ভুক্তভোগী আরাধন মিয়া ও তার পরিবারের সদস্যরা পুরো ঘটনার সত্যতা স্বীকার করেন। তারা জানান, পূর্বে এ নিয়ে গ্রামে শালিস বসেছিল; কিন্তু শালিসের সিদ্ধান্ত এড়িয়ে গিয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালায়।
ঘটনার পর আরাধন মিয়া বাদী হয়ে মদন থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এতে মোঃ সুমন মিয়া সহ চারজনকে আসামি করা হয়। তবে অভিযোগ দাখিলের পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষ আবারও হামলার পরিকল্পনা করছে—এমন আশঙ্কায় তিনি বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন।
ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ প্রত্যাশা করছে। তাদের অভিযোগ, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।