নিজাম উদ্দিন:
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে আন্দোলন সফল করার লক্ষ্যে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলমের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মুখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
সভায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ বিপ্লব, কার্যনির্বাহী সদস্য মাহবুবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সুমন, দপ্তর সম্পাদক হানিফ রানা, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম এরশাদ, সাংবাদিক রফিকুল ইসলাম, মনিরুজ্জামানসহ ক্লাবের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নোয়াখালী দীর্ঘদিন ধরে বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করলেও বারবার উপেক্ষিত হচ্ছে। অর্থনৈতিক, ভৌগোলিক এবং প্রশাসনিক দিক থেকে নোয়াখালী পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে বিবেচিত হওয়া উচিত। অথচ বারবার কুমিল্লাকে এগিয়ে এনে নোয়াখালীর প্রতি অবিচার করা হচ্ছে।
উপস্থিত সাংবাদিকরা বলেন, নোয়াখালী বিভাগ হলে উন্নয়ন ত্বরান্বিত হবে, সেবা সহজলভ্য হবে। জনগণের দীর্ঘদিনের আশা পূরণে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, নোয়াখালী জেলা ও এর আশপাশের ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ পুরো দক্ষিণ-পূর্বাঞ্চল বহু বছর ধরে প্রশাসনিক অবকাঠামোর দিক থেকে পিছিয়ে আছে। সরকারি দফতরগুলোর বেশিরভাগই চট্টগ্রাম বা ঢাকা কেন্দ্রিক হওয়ায় স্থানীয়দের নানা প্রশাসনিক কাজে দূরে যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম—সব কিছুর অপচয় হচ্ছে। তাদের মতে, নোয়াখালী বিভাগ হলে শুধু প্রশাসনিক কার্যক্রম সহজ হবে না, বরং শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতেও ব্যাপক উন্নয়ন ঘটবে।
সভায় কয়েকজন বক্তা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের উত্তরাঞ্চলে রংপুর এবং দক্ষিণে বরিশাল ও ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর এখন নোয়াখালী বিভাগের দাবি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তারা অভিযোগ করেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত সরকার এই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় যথাযথ গুরুত্ব দেয়নি।
মতবিনিময় সভায় গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক, মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম বলেন,
“নোয়াখালী বিভাগ আমাদের প্রাণের দাবি। বহু বছর ধরে নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালীবাসী আন্দোলন করে যাচ্ছে। এ আন্দোলনের সঙ্গে নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন একাত্মতা প্রকাশ করছে। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের মাধ্যমে নোয়াখালীবাসীর অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। সরকারের প্রতি আমাদের দাবি—অবিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষণা করা হোক।”
সভায় সোনাইমুড়ী উপজেলা সহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।