নোয়াখালীতে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাফিল

স্টাফ রিপোর্টার:

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী জেলা বিএনপি নানা কর্মসূচি পালন করেছে।

রোববার বিকালে জেলা শহরের নোয়া কনভেনশন সেন্টারে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‍‍`র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা ফিরোজ আলম মতিন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভিপি প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাহার হিরণ, বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *