মোঃ সোহেল চৌধুরী:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। পরিকল্পনার অংশ হিসেবে দ্বীপের পরিবেশ সংরক্ষণে পর্যটকদের ওপর আরোপ করা হবে পরিবেশ সংরক্ষণ ফি (Environmental Conservation Fee)।
শুধু ফি আরোপ নয়, দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণের বিকল্প কর্মসংস্থানের সুযোগও তৈরি করা হবে। সেন্টমার্টিনের পর্যটনের ওপর নির্ভরশীল বাসিন্দাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন জীবিকা গড়ার পথ করে দেবে সরকার।
গতকাল ১২ জুলাই, শনিবার, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ অধিদপ্তরে সেন্টমার্টিনের জন্য প্রণীত একটি সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব তথ্য জানানো হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বলেন, সেন্টমার্টিনের পরিবেশগত সংকট এখনই সমাধান না করা গেলে ভবিষ্যতে দ্বীপটি অস্তিত্ব সংকটে পড়বে। এ জন্য পর্যটনের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এ বিষয়ে সরকারি ঘোষণা আসবে।