পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
দেশ জুড়ে আজ দাপিয়ে বেড়ায় অত্যাচারী নগ্নরূপ আমরা কি সব অন্ধ স্থাবক এসব দেখে রইব চুপ? মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাইকগাছা সরকারি কলেজ শাখার উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসদরস্থ সরল জিরোপয়েন্ট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলা শাখার আব্দুল কাদের নয়ন, সুমন আহমেদ, আসেফ আনজুম লাবিব, আলভি আল মুহিত, মো. সাইফুল ইসলাম, মো. রাকিবুল হাসান, আব্দুল্লাহ্ মামুন, গাজী তানভীর আহমেদ, তামান্না, সুমনা, তনু, বৃষ্টি, আনিকা প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এদিকে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচার হীনতার প্রতিবাদে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখা ও পাইকগাছা সরকারি কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির শুরুতেই কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ এর সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ধর্ষণ, নিপীড়নসহ নারীর ওপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে; সরকার কার্যকরী গ্রহণ না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বলা যায়, বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা পার পেয়ে যান। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
নারীদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা তৈরি সহ মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে শিক্ষার্থীরা ও ছাত্রদলের নেতাকর্মীরা। বক্তৃতা করেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিৎ ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ওরিন , যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান মানুষ, পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক দিফিরোজ হোসেন, আফতাব আহমেদ, মাহবুর রহমান, ইনজামাম, রাশেদ, নাহিদ, জুনাইদুর, দিপংকর শিকদার, মিথুন, মেহেদী, সোলায়মান, তামিম, নাহিম প্রমুখ।
অনুরূপ ভাবে কপিলমুনিতে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপিলমুনি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আল আমিন গাজী, হাবিবুল্লাহ খান মাসুম, ওয়ালিদ হোসেন, শারিয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন।