পার্বতীপুর প্রতিনিধি:
পার্বতীপুর রেল স্টেশনের কাছাকাছি লোকোসেড এলাকায় গত শনিবার সকালে দুই রেল ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
শনিবার সকাল ১১টার দিকে পার্বতীপুরের লোকোসেড থেকে ইঞ্জিন (৬৬৩৬) চার্জ নিয়ে পার্বতীপুর রেল স্টেশনের দ্রুতযাত্রী ট্রেনে সংযুক্ত হতে যাচ্ছিল। ঠিক তখন ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের রেল ইঞ্জিন (৬৬৩৩) চার্জ নেওয়ার জন্য লোকোসেডে প্রবেশ করলে একই লাইনে ঢুকে পড়ায় মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এরপর বেলা ১২টায় ১১০ টন ওজনের উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধার কাজে আসে। লোকোসেডের সামনে ক্রেনের বডি খুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে বডি মাটিতে পড়ে যায়।
রেলওয়ে পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ডিএমই) মাইনুল সরকার নেতৃত্বে উদ্ধারকাজ পরিচালনা করেন। সঙ্গে ছিলেন পার্বতীপুর লোকোসেডের ১১০ টন ওজনের ক্রেনের উপ-সহকারি প্রকৌশলী হাসানুর রহমান এবং পাকশীর ১২০ টন ওজনের ক্রেনের উপ-সহকারি প্রকৌশলী বেলাল উদ্দীন। শতাধিক উদ্ধারকর্মী অংশ নেন উদ্ধার কাজে।
একজন ট্রেনের লোকোমাস্টার (চালক), নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, রেল লাইনের স্লিপার দীর্ঘদিন সংস্কার করা হয়নি। তাই ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে ভাগ্যবশত ইঞ্জিনের গতি কম ছিল, কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।
পার্বতীপুর রেলওয়ে লোকোসেড ইনচার্জ মো. কাফিউল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে আসা ১২০ টন ওজনের রিলিফ ট্রেন শনিবার রাত ৯টার দিকে অপর ১১০ টন ওজনের রিলিফ ট্রেনের উদ্ধারের কাজ সম্পন্ন করে। পার্বতীপুর রেল স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ চলমান ছিল এবং রাতেই কাজ শেষ হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর রেল জংশন থেকে ৪টি রুটে কোনো বিঘ্ন ঘটেনি।