হাসান মামুন:
পিরোজপুরে প্রবীণদের স্বাস্থ্য বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিকের ISIGOP প্রকল্পের আওতায় স্বাস্থ্য বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার শেয়ারিং সভা উদ্দীপন ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রকল্প সমন্বয়কারী (পিরোজপুর) মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও ডা. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকল্প সমন্বয়কারী (পিসি) খন্দকার রিয়াজ হোসেন ও প্রোগ্রাম অফিসার (কেন্দ্রীয়) মোখলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খালিদ আবু, মা ডায়গনস্টিক সেন্টারের রিপন, শিক্ষক হানিফ মল্লিক, সাধনা রানী, শুভজিত মন্ডল, নিনা খানম, পল্লী চিকিৎসক সোলায়মান, প্রবীণ নেতা হাবিবুর রহমান ও শাহ আলম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি আরএমও ডা. নিজাম উদ্দিন বলেন, “খুব শিগ্রই ২৫০ শয্যার নয়তলা ভবনটি নির্মিত হলেই সেখানে প্রবীন কর্ণার এবং প্রবীন রোগিদের মানসম্মত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় স্বাস্থ্য বিষয়ে প্রবীণদের সমস্যা, প্রবীন জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত বিনামূল্যে এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তি, মানসম্মত সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং তা বাস্তবায়নের করণীয় বিষয়গুলো আলোচিত হয়। এছাড়া আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে গ্রহণ করা হয়।