পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

খসরু মৃধা:

গাজীপুরের পূবাইলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে চার ব্যক্তিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৯ অক্টোবর) রাতে পূবাইল থানাধীন বিন্দান এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ অভিযান পরিচালনা করেন এবং দণ্ডাদেশ দেন।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন— বিন্দান এলাকার শামীম ও আরও তিনজন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পূবাইল এলাকার বিন্দান এলাকায় ‘কসমো কোম্পানি’ নামের একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। এছাড়াও পূবাইল কাজীপাড়া এলাকায় পুকুরও অবৈধভাবে ভরাট করা হয়েছিল।

ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার মঈন খান এলিছ বালু ও পুকুর ভরাটের সত্যতা নিশ্চিত করেন। মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়। পাশাপাশি অবৈধ বালু ভরাটের সরঞ্জাম জব্দ ও নষ্ট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে পূবাইলের বিভিন্ন স্থানে কৃষি জমিতে বালু ভরাট করে আবাসন ব্যবসা চালিয়ে আসছে। কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। জেলা প্রশাসন বলেছে, ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *