প্রবীণ শিক্ষক মাষ্টার অলিউল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফ আলী চৌধুরীর সুযোগ্য পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবক এবং উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরীর শ্রদ্ধেয় পিতা মাষ্টার অলিউল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির লোহাগাড়া উপজেলা কমিটি।

একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনটির লোহাগাড়া উপজেলা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব, এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জনাব সাংবাদিক কামরুল ইসলাম।

মরহুম মাষ্টার অলিউল্লাহ চৌধুরী একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, যিনি শিক্ষা বিস্তারে আজীবন নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে শিক্ষাঙ্গন ও সমাজে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *