প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩এর ৩য় ধাপ(ঢাকা ও চট্টগ্রামে

মোঃ মাহাবুব আলম রিপোর্টার:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর-৩য় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম) এর প্রকাশিত চূড়ান্ত ফলাফল পূনঃ মূল্যায়ন করে সকল শূন্য পদ পূরণ করে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে পূনরায় ফলাফল প্রকাশের প্রসঙ্গে।

আমরা প্রার্থীরা মনে করি যে, গত ৩১/১০/২০২৪ ইং তারিখে প্রকাশিত ফলাফলে সকল শুন্যপদ পূরণ করা হয়নি এক্ষেত্রে সর্বশেষ শূন্য পদ অনুযায়ী সকল শূন্যপদ পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আমাদের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করার দাবি জানাচ্ছি। যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো যে, সর্বশেষ শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। আমাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছিলো ৪৬১৯৯ জনকে, সেখান থেকে মাত্র ৬৫৩১ জনকে চূড়ান্ত ভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এক্ষেত্রে আমরা ৩৯৬৬৮ জন খালি হাতে ফিরতে হয়েছে।

অনেক মেধাবীরা বঞ্চিত হয়েছে, তাই আমাদের দাবী সকল শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিয়ে মেধাবীদের সুযোগ দেওয়া হোক। সকল শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের মাধ্যমে আমাদেরকে দেশসেবার পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ৩য় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম) এর পদ সংখ্যা বৃদ্ধি করে ফলাফল প্রত্যাশীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *