স্বাধীন বিনোদন ডেস্ক:
চলচ্চিত্র জগতের আলোচিত নায়িকা শবনম বুবলী আবারও নতুন গুঞ্জনের শিকার হয়েছেন। ‘বসগিরি’ দিয়ে রূপালি পর্দায় পা রাখা এই অভিনেত্রী ইতিমধ্যেই দুই ডজনের বেশি ছবিতে অভিনয় করেছেন। তবে বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধনসহ নানা ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সাম্প্রতিক সময়ে বুবলী ও তার স্বামী শাকিব খানকে কেন্দ্র করে নতুন একটি গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত খবর অনুযায়ী, বুবলী নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন। খবরটিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খানের দুই স্ত্রীর মধ্যে ‘দড়ি টানাটানি’ নতুন কোনো বিষয় নয়। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী বুবলী। যদিও অভিনেতার দাবি, দুজনই তার প্রাক্তন, এবং দুই পুত্রসন্তানের প্রতি তিনি যথাযথ দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি শাকিব ও বুবলী ছেলে বীরকে নিয়ে আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়েছেন। সেই সফরের পর বুবলী প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে এই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বুবলী নৃত্য পরিবেশন করেন। পরনে ছিল ঘাগরা, এবং দর্শকের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে ভাইরাল হয় এবং একটি বড় অংশ দাবি করে যে, বুবলী অন্তঃসত্ত্বা।
এর আগেও ২০২০ সালে বুবলী প্রথমবার মা হন। তবে ছেলের জন্মের খবর প্রকাশ্যে আনেন প্রায় দুই বছর পর। তখনও এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। শাকিব খানের সঙ্গে তার শেষ চলচ্চিত্র ‘বীর’ মুক্তি পায় ২০২০ সালে। ছবির শুটিং চলাকালীন বুবলী বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন। শুটিংয়ের সময়ে কোন গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
পরবর্তীতে বুবলী আমেরিকায় চলে যাওয়ার প্রসঙ্গেও বলেছিলেন, “বীর মুক্তি পাওয়ার পরই আমি দেশের বাইরে যাই। ২০১৯ সাল থেকেই পরিকল্পনা ছিল দেশের বাইরে যাওয়ার। অ্যাকচুয়েল কোনো বিশেষ পরিকল্পনা ছিল না। কাজের চাপও কম ছিল এবং হাতে থাকা ছবির কাজ শেষ হওয়ায় ভাবলাম দেশের বাইরে যাই।” তিনি নিউইয়র্কে গিয়ে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ‘অ্যাক্টিং ফর ফিল্ম’ ওয়ার্কশপে অংশ নেন।
অন্তঃসত্ত্বা ও মা হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বুবলী বলেন, “আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সবসময় নানা ধরনের কথা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে আমি সব সময় নিরব থাকি। সময়ের সঙ্গে সবকিছু পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য মানুষ আমাদের ভালোবাসেন। তাই আমি চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক।”
নেটমাধ্যমে তার ‘বেবি বাম্প’-এর পুরোনো ছবি প্রকাশিত হওয়ার পরও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তখনই শাকিব-বুবলী অফিসিয়ালি ঘোষণা দেন যে, তাদের ছেলে বীরের বাবা-মা তারা। এরপর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের শীতলতা প্রকাশ্যে আসে। বুবলী জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ধর্মীয় আচার মেনে সম্পন্ন হয়েছে এবং সন্তানও আমেরিকায় জন্মগ্রহণ করেছেন।
সম্প্রতি ছেলে বীরের নাগরিকত্ব-সংক্রান্ত কাজে আমেরিকায় যাওয়া প্রসঙ্গে আবারও সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশিত হয়েছে। যদিও বুবলীকে এ বিষয়ে বারবার কল ও এসএমএস পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি। বিশ্বস্ত সূত্রের খবর, বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন।
বিনোদন মহলে শবনম বুবলী নিজের কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার চেষ্টা করে চলেছেন। গুঞ্জন থাকুক বা না থাকুক, দর্শক ও সমর্থকরা তাকে চলচ্চিত্র ও অন্যান্য কর্মকাণ্ডে দেখার অপেক্ষায় থাকবেন।