ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ‘ট্যাগ’ করে চাঁদাবাজির অভিযোগ তুললেন সারজিস আলম

স্বাধীন সংবাদ ডেস্ক:  

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথর ও বালুবাহী যানবাহন থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

সারজিস আলম সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে এই বিষয়টি অবহিত করেন।

চাঁদাবাজি ও প্রশাসনকে অবরুদ্ধ করার অভিযোগ

পোস্টে সারজিস দাবি করেন, “লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যেসব ট্রাক দেশের বিভিন্ন জায়গায় পাথর-বালি পরিবহন করে, সেগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এভাবে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, “বুধবার পাটগ্রাম উপজেলার ইউএনও ওই চাঁদাবাজদের মধ্যে দুইজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানায় হামলা চালায়, ভাঙচুর করে এবং আটক চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়।”

সারজিস আরও অভিযোগ করেন, এ সময় পুলিশের অতিরিক্ত ফোর্স চাওয়া হলে পার্শ্ববর্তী হাতীবান্ধা থানাকেও বিএনপির নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখে।

সারজিস আলমের ফেসবুক পোস্ট
সারজিস আলমের ফেসবুক পোস্ট

“এভাবে দেশ সংস্কার হবে না”

পোস্টে ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, “এভাবে যদি বিএনপির নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে মাঠপর্যায়ে চাঁদাবাজি করে বা চাঁদাবাজদের রক্ষা করে, তাহলে দেশ সংস্কার হবে কীভাবে? স্থানীয়দের মতে, এ ঘটনার পেছনে এক এমপি প্রার্থীর মদদ রয়েছে।”

“দফার চেয়ে প্রয়োজন অপকর্মবিরোধী অবস্থান”

সারজিস আলম তার পোস্টে বিএনপির উদ্দেশে বলেন, “প্রথমে স্থানীয় পর্যায়ের নেতাদের নিয়ন্ত্রণে আনতে হবে। প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার পরিবর্তে তাদের জিম্মি করে অপকর্ম চালানো হলে, সেটির দায় দলকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা বিএনপির দফা-ঘোষণা দেখতে চাই না, বরং নিজেদের দলের ভেতরের অপকর্মের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এটাই এখন গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *