ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে—জোনায়েদ সাকি

শাহ মোঃ নজরুল ইসলামঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে উপজেলা ডিজিটাল হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপ‌জেলার প্রধান সমন্বয়কারী মো. শামীম শিবলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম (রেনু মেম্বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, “বাংলাদেশ আজ একটি সংকটপূর্ণ সময়ে দাঁড়িয়ে। তরুণরা আমাদের দেশকে ধ্বংসের মুখ থেকে নতুনভাবে গড়ার সুযোগ তৈরি করেছে। তাই মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “এই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে আমি ও আমার দল বদ্ধপরিকর। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকুক, কোনো ফ্যাসিস্ট শক্তির হাতে নয়।”

জোনায়েদ সাকি সাবেক আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বহাল রয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছে। তবে এটি মনে রাখা জরুরি, শেখ হাসিনার আগেও যারা দুঃশাসন চালিয়েছে, তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে শাসন কায়েম করেছিল, সেই ব্যবস্থা এখনো বহাল তবিয়তে আছে। আমাদের প্রধান কাজ হলো সেই ব্যবস্থাকে পরিবর্তন করা।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়, একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দরকার। আমরা চাই গণতন্ত্রের প্রকৃত র�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *