স্টাফ রিপোর্টার :
বনানী থানার নাকের ডগায় দেহ ব্যবসা, মাদক ও নারী পাচারকারীর গডফাদার। ইয়াবা ফেনসিডিল হিরোইন পেথিডিন ও গাঁজা এবং গ্রাম থেকে চাকরি দেওয়ার ছলে নারীদেরকে জোরপূর্বক বিক্রি করে দেওয়া মূল গডফাদার মিলন ও তার সঙ্গে অজ্ঞাত নামের ৫/৭ জন বনানী থানার বিট এক বনানী থানা রোড নাম্বার ১৮ হাউজ নাম্বার ৪৬ এর দ্বিতীয় তলায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
মিলনের সাথে যোগাযোগ করা হলে মিলন বলে, “ওসি ডিসি আমার পকেটে থাকে। তোদের মত সাংবাদিক আমার কিছুই করতে পারবে না। আমি সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করি।”
এ ব্যাপারে বনানী থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি এ বিষয়ে কিছু জানিনা যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। নাম প্রকাশে অনিচ্ছুক একই এলাকার বাসিন্দা বলেন, আমরা তাদের কর্মকান্ডের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাই কারণ তারা খুবই দুষ্ট প্রকৃতির লোক।
স্থানীয় জনগণ ও এলাকাবাসীর দাবি- সামাজিক অবক্ষয় রুখতে প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ জরুরী হয়ে পরেছে। অন্যথায় যথাযথা তদন্তপূর্বক এদেরকে আইন প্রয়োগের মাধ্যমে এদেরকে এলাকা থেকে উচ্ছেদসহ আইনের আওতায় এনে শাস্তি দেওয়া না গেলে যেকোন সময় ঘটতে পারে সামাজিক অবক্ষয়সহ বিশৃঙ্খলা। বিস্তারিত দ্বিতীয় পর্বে।