কামরুল ইসলাম:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে বিদ্যুতের চাপে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে ১৫ বছর বয়সী রিকশা চালক মিজবাহ উদ্দিন নয়ন প্রাণ হারিয়েছেন। ঘটনার সত্যতা স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান নিশ্চিত করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজবাহ উদ্দিন কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ার মো. কাইছার উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মিজবাহ উদ্দিন একজন কিশোর রিকশা চালক। প্রতিদিনের মতো শুক্রবারও রিকশা চালিয়ে বাড়ি ফেরার পর তিনি বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এ সময় তিনি অসতর্কতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গুনাগরি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পৃষ্টে আহত মিজবাহ উদ্দিন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তার বাম হাতে বিদ্যুৎ স্পৃষ্টের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজবাহ উদ্দিন মাত্র দুই বছর বয়সে মাকে হারান। পিতার সহায়তায় সংসার চালানো হতো তার অটোরিকশার আয়ের ওপর নির্ভর করে। পিতার সঙ্গে একটিমাত্র রিকশা ভাগাভাগি করে চালাতেন।ironically, সেই অটোরিকশাই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল।
নিহতের প্রতিবেশী বখতিয়ার বলেন, “মিজবাহ উদ্দিন খুবই পরিশ্রমী ছেলে ছিল। ছোট বয়সে সংসারকে সামলাতো, প্রতিদিন রিকশা চালাত। পরিবারে খুবই দরিদ্র, তাই এই দুর্ঘটনা সবার জন্য শোকের।’’
স্থানীয়রা আরও জানিয়েছেন, এ ধরনের বিদ্যুৎ সংযোগে নিরাপত্তার অভাব এবং অসতর্কতার কারণে অল্প বয়সী শ্রমজীবীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। মিজবাহ উদ্দিনের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।