বাংলা সিনেমায় আবার জুটি বাঁধলেন বিদ্যা সিনহা মিম ও আরিফিন শুভ

স্বাধীন বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং অভিনেতা আরিফিন শুভ আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন। এর আগে তাদের শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার সিনেমা ‘সাপলুডু’-তে। দীর্ঘ চার বছরের ব্যবধানের পর আবারও এই তারক জুটি দর্শকদের বিনোদনের জন্য একত্রিত হয়েছেন।

সূত্রে জানা গেছে, শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত সিনেমার নাম বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিচালক সাইফ চন্দনও শুধুমাত্র বলেছেন, “এখনই কিছু বলতে চাই না। সময় হলে সব জানাব।” তবে ইউনিটসংশ্লিষ্ট সূত্র বলছে, সিনেমার শুটিং শুরু হয়েছিল চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায় এবং বর্তমানে নাটোরে চলছে।

সিনেমার জন্য বিদ্যা সিনহা মিম টানা দেড় মাস মহড়া করেছেন। শুধু তাই নয়, তিনি মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকশন কোরিওগ্রাফিতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তার পাশাপাশি আরিফিন শুভও একই ধরনের কঠোর প্রস্তুতি নিয়েছেন। চরিত্রের প্রয়োজন অনুযায়ী দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন। সিনেমার গল্প অ্যাকশন ঘরানার, যেখানে দর্শক তাদের একেবারে নতুন আঙ্গিকে দেখবেন।

দীর্ঘদিন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় বিদ্যা সিনহা মিম বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের পণ্যের ফটোশুটে ব্যস্ত ছিলেন। এবার তিনি আবার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার। এছাড়াও শমী কায়সার প্রযোজিত সিনেমায় মিমকে দেখা যাবে শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে।

অন্যদিকে আরিফিন শুভও দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘নীলচক্র’। বর্তমানে তার হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রজেক্ট। রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তার সহশিল্পী আছেন জান্নাতুল ঐশী। এছাড়াও অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’-এ তিনি অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন।

নির্মাতা সাইফ চন্দনের পরিকল্পনা অনুযায়ী সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। ডিসেম্বর মাসে বিদেশে একটি আইটেম গানের শুটিং হবে। এরপর পুরো কাজ সম্পন্ন হবে। বাকি রয়েছে কিছু প্যাচওয়ার্ক এবং ডাবিং। এটি পরিচালকের সপ্তম সিনেমা। তার আগের সিনেমা ‘লোকাল’-এ অভিনয় করেছিলেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি কাজ করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে। যদিও সিনেমার নাম চূড়ান্ত হয়নি, তবে সূত্র বলছে এটি ‘মালিক’ বা ‘শিকার’ হতে পারে।

শুটিং চলাকালীন সময় ইউনিটের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, মিম ও শুভ উভয়েই চরিত্রের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছেন এবং শুটিংয়ে নতুন এক মাত্রার অভিনয় উপস্থাপন করছেন। পরিচালক এখন কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু সংক্ষেপে বলেছেন, “সময় হলে সব জানাব।”

এই সিনেমা দর্শকদের জন্য এক নতুন এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে, যেখানে বিদ্যা সিনহা মিম ও আরিফিন শুভকে দেখা যাবে একেবারে ভিন্ন আঙ্গিকে। সিনেমার প্রস্তুতি, ফিটনেস, অ্যাকশন এবং কঠোর মহড়া—সব মিলিয়ে এটি ঢালিউডে বড় একটি আকর্ষণ হিসেবে সামনে আসার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *