বিএনপির আদর্শে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই: নবীউল্লাহ নবী

স্টাফ রিপোর্টার:

বিএনপির সিনিয়র নেতা নবীউল্লাহ নবী দাবি করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আট মাস আগেই সতর্ক করেছিলেন যে, বিএনপিকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আজ সেই ভবিষ্যদ্বাণী বাস্তবেই স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবীউল্লাহ নবী এসব কথা বলেন।

তিনি বলেন, “আজ দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, সত্যিই আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছি। আজ দল ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।”

নবীউল্লাহ নবী আরও বলেন, “দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কোনো অগণতান্ত্রিক শক্তি সুযোগ নিতে না পারে।”

সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপির আদর্শে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই। মিটফোর্ডের ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ।”

তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, “যারা প্রকৃত অপরাধী, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা দলের চলমান আন্দোলন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *