বিএফএসএফ বিপিএল ফুটবল এ‍্যাওয়ার্ড পেল ১৬ জন

ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম আয়োজিত তৃতীয় বিএফএসএফ বিপিএল ফুটবল এ‍্যাওয়ার্ড ২০২২-২৩ এ ভূষিত হলেন দেশের ফুটবলের ১৬ জন ক্রীড়া সংগঠক, কোচ ও ফুটবলার।

গতকাল ১২ ফেব্রুয়ারি বিকালে ঢাকা রিপোর্টর্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ‍্যাওয়ার্ডের উপস্থিত ছিলেন সাপোর্টার্স ফোরামের সভাপতি এডভোকেট কনক রায়, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকল ইসলাম শামিম সহ ফুটবলাঙ্গনের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।
এবছব আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার,

যারা এ‍্যায়ার্ড পেলে– সেরা সফল সংগঠক বসুন্ধরার মোঃ ইমরুল হাসান, সেরা সমর্থক (মরনোত্তর) মরহুম মোঃ হাবিবুর রহমান হাবিব, সেরা এড কোচ ঢাকা মোহামেডানের আলফাজ আহমেদ, সেরা সহকারী কোচ জাহান-ই- আলম নূরী রাহেল, সেরা গোলরক্ষক কোচ একেএম নূরুজ্জামান নয়ন, সেরা রেফারী আনিসুর রহমান, সেরা সহকারী রেফারী মোঃ নুরুজ্জান ও সোহরাব হোসেন, সেরা গোলরক্ষক মোঃ আনিসুর রহমান জিকো, সেরা মিডফিল্ডার মোঃ মেহেদী হাসান ও মোঃ হৃদয়, সেরা স্ট্রাইকার শেখ মোরসালিন, সেরা খেলোয়াড় রাকিব হোসেন, সবোর্চ্চ গোলদাতা এলিটা কিংসলে ও উদীয়মান খেলোয়াড় মোঃ শাহরিয়ার ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *