বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১নং আগানগরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আনজার শাহ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১নংআগানগরে মীরজাফর মসজিদ মাঠ প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শুক্রবার (১৩ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার ০১নং আগানগর ইউনিয়নে মির্জাপুর মসজিদ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী আগানগর ইউনিয়ন শাখা।

আলোচনা সভায় আগানগর ইউনিয়ন সভাপতি মাস্টার আনোয়ার হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা শফিকুল আলম হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মু আবু রায়হান।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্নীতি মুক্ত ইনসাফের রাষ্ট্রগঠনের লক্ষে কাজ করে যাচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র বিনির্মানের লক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী সার্বক্ষনিক প্রস্তুত।

আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন উপজেলার ময়নামতি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

এসময় উপজেলার জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *