বোয়ালখালীতে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রভাস চক্রবর্ত্তী:

বোয়ালখালীতে ব্র্যাকের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক একটি কর্মশালা ও সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে উপজেলা অপরাজিতা সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক চট্টগ্রাম জেলার সমন্বয়ক মো. এনামুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুফিয়ান সিদ্দিকী, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সহসভাপতি ডা. অধির বড়ুয়া, অর্থসম্পাদক ডা. প্রভাস চক্রবর্তী, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি পূজন সেন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, রুনা চৌধুরী, নন্দিতা বসু, ইউপি সদস্য কুমকুম আকতার, বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, ইমাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ ফেরতদের দক্ষতার ভিত্তিতে সমাজে পুনঃএকত্রীকরণ দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান অতিথি মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “শুধু বিদেশ যাওয়া নয়, প্রশিক্ষণ ও সঠিক তথ্যের ভিত্তিতে দক্ষ হয়ে যাওয়া জরুরি। না হলে প্রবাস জীবন হয়ে উঠতে পারে দুঃস্বপ্ন।”

তিনি আরও বলেন, “ব্র্যাকের এই প্রকল্প প্রশংসনীয়। বিদেশ ফেরতদের সচেতন করতে আরো অবহিতকরণ সভার আয়োজন জরুরি। অভিবাসনের পূর্বে ভাষা, আইন ও কাজের দক্ষতা অর্জন করলে প্রবাসে কাজের ভালো সুযোগ এবং সম্মানজনক জীবন পাওয়া সম্ভব।”

অনুষ্ঠানে প্রবাস জীবন থেকে ফিরে আসা শামীমা আক্তার ও রবিউল আলম তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। রবিউল বলেন, “প্রাপ্ত অর্থ দিয়ে করোলডেঙ্গা পাহাড়ে লেবুর চাষ শুরু করবো।”

ব্র্যাক ২০০৬ সাল থেকে অভিবাসনপ্রবণ জেলাগুলোর নারী ও পুরুষদের জন্য নিরাপদ অভিবাসন, সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও পুনঃএকত্রীকরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমানে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় কমপক্ষে ১০ হাজার মানুষকে বিমানবন্দরে সহায়তা এবং ৭,৭০০ জন বিদেশ ফেরত অভিবাসীকে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করতে সহায়তা দেওয়া হচ্ছে।

বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। তার মধ্যে অন্যতম কার্যক্রম হল মাইগ্রেশন প্রোগ্রাম, যা অভিবাসনের প্রতিটি ধাপে মানুষকে সহায়তা দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *