বোয়ালখালীতে শহিদ জিয়া স্মৃতি শর্টপিজ ক্রিকেট শুভ উদ্বোধন

কামরুল ইসলাম:

 

চট্টগ্রাম দক্ষিণ জেলার বোয়ালখালী উপজেলায় রাত্রিকালিন শর্টপিজ ক্রিকেট শুভ উদ্বোধন।

বিস্তারিত জানতে গিয়ে জানা যায় রোকর উদ্দিনের সঞ্চালনা ও পরিচালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক এম এন করিমের সভাপতিত্ব কধুরখিল পাটান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে খেলা উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক সরোয়ার আলম ভুট্টো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ইদ্রিস বিষু,মোঃ খালেদ সেকান্দর আলম, মহিউদ্দিন জনি, এসকান্দর, সৈয়দ কামাল, এসএম সোহেল মিয়াজি, মহিউদ্দিন আমিরি, সরোয়ার ইমতিয়াজ, হোসেন রিমি, মোঃ আজম, সাজ্জাদ হোসেন এই সময় উপস্থিত ছিলেন টিম পরিচালক কমিটির উপদেষ্টা রুহুল আমিন শেম্পু, ফজলে রাব্বি, মহিউদ্দিন, লোকমান, পারভেজ , ইরফান,রাতুল, আমান উদ্বোধনী খেলায় নুর এগ্রো একাদশ বনাম শেখ বাড়ি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে নুর এগ্রো জয় লাভ করেন। খেলায় মোট টিম ২৪ টি টিম অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *