ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণ জগতসার বীর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আলোচনা সভা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়

কামরুল ভুঁইয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জগতসার দক্ষিণ পাড়া বীর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ১৬ই ডিসেম্বর এক আলোচনা সভা ও শিশু-কিশোরদের বিস্কুট দৌড়, মেয়েদের সুই-সুতা, কাঁথা, মোরগের লড়াই, যেমন খুশি তেমন সাজ এবং লটারি খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয়। খেলাধুলা শেষে আলোচনা সভায় বাছির খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামাল ভূঁইয়া—বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার।

মাছিহাতা ইউপি বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিলন খানের সার্বিক তত্ত্বাবধানে এবং মাছিহাতা ইউপি বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর খান ও মাছিহাতা ইউপি বিএনপির যুবদল সভাপতি রোমন খানের পরিচালনায় খেলাধুলায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *