ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে ঝাড়ু মিছিল করে নিজ দলীয়রা

ইমন হোসেন :

গত ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিরোধিতার মুখে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ জানুয়ারি পুনরায় সম্মেলনের তারিখ ঘোষণা করে। কিন্তু দুই পক্ষের সমঝোতা না হওয়ার আবারও সেই তারিখ স্থগিত করে দেওয়া হয়। ১ ফেব্রুয়ারি আবারও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে বঞ্চিত নেতাকর্মীরা আন্দোলনে নামেন ঝাড়ু মিছিলে বিপুল সংখ্যাক নারীসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সম্মেলনের প্রতিবাদে হাজারও নেতাকর্মী নিয়ে মশাল মিছিল বের করেন।এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির নামে একটি কুচক্রী মহল কূটকৌশলের মাধ্যমে এই সম্মেলনের আয়োজন করেছে। নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে প্রহসনের সম্মেলন করার পাঁয়তারা করছে তারা। ত্যাগী এবং দলের দুর্দিনে শত মামলা হামলার শিকার নেতাকর্মীদের বড় অংশকে বাদ দিয়ে ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করে তারা নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল করতে চায়। পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে আগামী ১ ফেব্রুয়ারি প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এই সম্মেলন মানি না। তা প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, প্রহসনের এই সম্মেলন স্থগিত না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে সম্মেলন প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মঈনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে ঝাড়ু মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। সোমবার (২৭ জানুয়ারি) রাতে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে মিছিল বের হয়ে কালিবাড়ি মোড়, টিএ রোড, কোর্ট রোড, কুমারশীল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *