ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশ নয়, ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক: 

বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে তৈরি পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১৮ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বশিরউদ্দীন বলেন, “বিষয়টি এখনো অফিসিয়ালি আমাদের কাছে আসেনি। অনেকের মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হতে দেখেছি। কিছু তথ্য চাওয়া হয়েছে, সেগুলো পেলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।”

তিনি আরও জানান, “ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনও আমাদের কাছে পৌঁছায়নি। যদি আসে, তবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”

নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, “বাণিজ্য দ্বিপাক্ষিক বিষয়। দুই দেশেরই ব্যবসায়ী ও ভোক্তারা এতে জড়িত। তবে নিষেধাজ্ঞার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতীয় ব্যবসায়ীরাই, কারণ তারা বাংলাদেশে রপ্তানি বেশি করে।”

তিনি আরও বলেন, “দেশীয় বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর সরকার জোর দিচ্ছে। আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, বাংলাদেশ থেকে সুতা আমদানি বন্ধের এক মাসের মাথায় ভারত এবার স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, ফলমূলসহ সাত ধরনের পণ্যের আমদানি বন্ধ করেছে। বর্তমানে ভারত কেবল কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য আমদানির অনুমতি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *