ভোটের স্বাধীনতা ফিরে পাবে দেশের মানুষ, স্বৈরাচারের দোসররা উঁকি দেবেন না,পরিণাম হবে ভয়াবহ : মিলন

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার:

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আজকের বিদায়ী অতিথি ছাত্রদলের নেতা কবির আহমদ বিএনপির একজন নিবেদিত মানুষ। সে দীর্ঘদিন এ এলাকায় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে বিএনপির নেতৃত্ব দেবে সে। তিনি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করে বলেন, হামলা মামলার অনেক শিকার হয়েছে কবির আহমদ। পাঁচ আগস্টের জন্ম না হলে  কবির আহমদের মত কর্মীরা হয়তো আরো জেল জুলুমের শিকার হতো। আমরা রাস্তায় দাঁড়িয়ে কোন প্রতিবাদও করতে পারতাম না। দেশের প্রেক্ষাপট পরিবর্তনে মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। ভোটের স্বাধীনতাও ফিরে পাবে দেশের মানুষ। যারা স্বৈরাচারের দোসর তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ঊঁকি দেবেন না, পরিণাম ভয়াবহ হবে।

আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। উঁকিঝুঁকি দিলে ফল ভাল হবে না। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এ দেশের মাটিতে হওয়ার পর আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে। খুনী-স্বৈরাচারদের রাজনীতি করার কোন অধিকার নেই। আগে খুন-গুম, মামলা-হামলা ও লুটপাটের বিচার তারপর রাজনীতি। গত মঙ্গলবার সন্ধ্যায় ছাতকের ধারণ বাজারে ধারণ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আঞ্চলিক ছাত্রদলের সাবেক সভাপতি কবির আহমদের বিদেশ যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপি নেতা শাহ আব্দুল হাই লিপু এবং আজিজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিকুল আলম মতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ – সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম আলম নোমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা। বক্তব্য রাখেন বিদায়ী ও সংবর্ধিত ছাত্রনেতা কবির আহমদ। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা ওয়াদুদ মির্জা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইমন, ছাত্রদল নেতা মীয়া মোহাম্মদ সাদ, শাহিন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আহমেদ, ছাত্রদল নেতা বখতিয়ার মির্জা প্রমুখ।

সভায় জেলা বিএনপি নেতা আজিজুর রহমান, রুহুল আমিন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান, উপজেলা  কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন, জাসাসের আহবায়ক আব্দুল আলিম, কৃষক দলের সদস্য সচিব বশির তালুকদার, যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী রাসেল, ফজর আলী, উপজেলা  মৎস্যজীবী দলের আহবায়ক সাদিকুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাজ্জাদুর রহমান, জেলা শ্রনিকদল নেতা চেরাগ আলী, মহানগর ছাত্রদলের সাবেক নেতা শাহিনুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, জহির উদ্দিন, ইলিয়াস মিয়া, দিল হোসেন, শাহ জাহান, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, নজির আহমেদ, আব্দুল সোবহান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী আঙ্গুর, শ্রমিক দল নেতা মিছবাহ মির্জা, জাসাস নেতা কফিল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়সাল,ছাত্র দল নেতা রুহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *