ভোলা মনপুরায় ৫নং কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোঃ আব্দুল গফুর সিকদার: 

কোস্ট ফাউন্ডেশন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত।

৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় কোস্ট ফাউন্ডেশন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। দিবস উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় র‌্যালি কলাতলী ইউনিয়নের মনির হাওলাদার বাজার প্রদক্ষিণ করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সম্পন্ন হয়। এরপর সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা মিয়া। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় আজ সারা বাংলাদেশের মতো মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে।

প্রবীণ মানুষ সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভাণ্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা। তারা শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্য একটি ভিত্তি ও দিকনির্দেশনা। তাদের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর এ দিনে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবসের মূল লক্ষ্য হলো প্রবীণদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ০১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সকাল থেকে আমরা সকলে দিবসের যথাযথ গুরুত্ব অনুধাবনে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত হয়েছি। আজকের দিবসের প্রতিপাদ্য “একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখব আগলে” এর ওপর আলোচনায় প্রবীণগণ বলেন, আমাদের দেশে ধীরে ধীরে প্রবীণদের সংখ্যা বাড়ছে কিন্তু সে অনুযায়ী প্রবীণদের স্বার্থ সংশ্লিষ্ট তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপনে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যা আছে তাও পর্যাপ্ত নয়।

আজকের দিবস পালনের মাধ্যমে সমাজে প্রবীণদের ভূমিকা এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। কোস্ট ফাউন্ডেশন শুরু থেকেই প্রবীণদের অধিকার আদায়ের জন্য সোচ্চার ও সহযোগী হিসেবে সরকারের সাথে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মোঃ ফজলুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল সালাম, স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *