সাংবাদিক ইমামুল হক ও মাহমুদুল হকের মাকে হুমকি দিলেন মাহফুজের ভাড়া করা গুন্ডা ওহিদুজ্জামান বাহিনী

স্টাফ রিপোটার: 

টুংগিপাড়ায় আপন ভাইদের মধ্যে জমি জমা বিরোধের জের নিয়ে ভিটে ছাড়া হন সাংবাদিক ইমামুল হক , তিনি নিজে সাংবাদিক হয়ে ও তার সাংবাদিক মহল দিয়ে নিরপেক্ষ সত্যা ও নির্ভুল সংবাদ সগ্রহের জন্য তার এলাকায় পাঠান, ওই সাংবাদিক মহল প্রথমে যান সাংবাদিক ইমামুল হকের এর মায়ের কাছে, তার মা সাংবাদিক মহল এর কাছে তার ছোট ছেলে মাহফুজুর রহমান এর অপকর্মের কথা জানান ওই সাংবাদিকদের কাছে তিনি জানান আমার সোনার সংসার এর নষ্টের মুল হোতা মাহফুজ এর বিচার দাবি জানান তিনি, তিনি আরও বলেন মাহফুজুর রহমান আওয়ামীলীগের সালমান এফ রহমান এর লোক, মাহফুজ আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কলীন অনেক অবৈধ অর্থ কামিয়েছেন, এখন টাকা দিয়ে সবার মুখ বন্ধ রেখে আমার ৩ ছেলের জমি জমা আত্মাসাত করার জন্যা তার ভাড়া করা গুন্ড দিয়ে আমার ছেলেদের ঘর বাড়ি ভাংচুর করছেন, প্রশাসনের কাছে আমি আমার তিন ছেলে ইমাম, মাহমুদ ও মামুন এর উপর হওয়া অত্যাচার এর বিচার চাই, সাংবাদিক বন্ধুরা আর বেশ কিছু তথ্য সংগ্রহ করেন এবং বিশ্বাস পরিবারের মুরুব্বি যেহেতু সাংবাদিক ইমাম ভাইর মা তাই তারা সঠিক তথ্য পেয়ে দুর্নীতিবাজ ভন্ড ও সালমান এফ রহমান এর দোসর মাহ্ফুজ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন, মাহফুজ বিষয়টি জানতে পেরে সাংবাদিক ইমামুল হক এর মায়ের বাড়িতে তার ভাড়াটে গুন্ডা ওহিদুজ্জামান বাহিনী কে পাঠান, ওহিদুজ্জামান বয়স্ক মহিলা কে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি প্রদান করে বলে এমননি একটি ভিডিও বক্তব্য দেন ( কে এই ওহিদুজ্জামান আসছে বিস্তারিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *