মদন উপজেলায় ফসলি জমিতে পুঁতে রাখা স্কুলছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে এক নবম শ্রেণির স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন একটি ফসলি জমি থেকে ছাত্রটির লাশ উদ্ধার করে মদন থানা পুলিশ।

নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে। সে মদন জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে হাওরে নিয়ে যায়। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। পরে আজ (সোমবার) সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *