স্টাফ রিপোর্টার:
মধুপুর উপজেলায় ভুয়া টাইটেল ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ উঠেছে ডা. নাজনীন নাহার নীপা নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসলেও তা মানসম্মত নয়—এমন অভিযোগ তুলেছেন একাধিক ভুক্তভোগী।
অভিযোগকারীরা জানান, সংশ্লিষ্ট চিকিৎসক গাইনি বিভাগে কোনো স্বীকৃত ডিগ্রি বা বিশেষায়িত প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও অপারেশনসহ ঝুঁকিপূর্ণ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। এতে বহু রোগী অপারেশনের পর জটিলতায় ভুগেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া অভিযোগ রয়েছে, অপারেশনের সময় চিকিৎসক উপস্থিত থাকলেও মাঝে মাঝে তাঁর নন–মেডিকেল ও নন–ডিগ্রি স্বামী আরিফ চিকিৎসা–সংক্রান্ত কাজে সম্পৃক্ত হন। কোনো রোগী মৃত্যুবরণ বা জটিলতায় পড়লে প্রভাবশালী মহলের সহায়তায় রোগীর স্বজনদের ভয়ভীতি দেখিয়ে সমঝোতায় বাধ্য করার ঘটনাও শোনা যায়।
স্থানীয়দের দাবি, এসব অনিয়মের কারণে মধুপুরের প্রাইভেট চিকিৎসা সেবার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ও সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।