মনপুরায় টাইফয়েড টিকা কর্মসূচি আরম্ভ, চলবে মাসব্যাপী

মোঃ আব্দুল গফুর সিকদার: 

সারা দেশের ন্যায় ১২/১০/২০২৫ তারিখে ভোলার মনপুরা উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে সকাল ৯টায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই কর্মসূচিতে ১৫ বছর পর্যন্ত সকল শিশুকে টিকা প্রদান করা হবে। তবে টাইফয়েড টিকা নিতে করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এক মাস এই কর্মসূচি চলমান থাকবে।

মনপুরা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলাউদ্দিন জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে মনপুরা উপজেলায় প্রায় ২৫ হাজার শিশুকে রেজিস্ট্রেশন করে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র ১২ হাজার শিশু রেজিস্ট্রেশন করেছে। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে এই টাইফয়েড কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ডে একজন স্বাস্থ্য কর্মী (HA) ও একজন পরিবার পরিকল্পনা কর্মী (FWA) দায়িত্ব পালন করছেন এবং মাঠ সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন তিনি নিজে (স্বাস্থ্য পরিদর্শক আলাউদ্দিন), মোঃ মনির আহাম্মেদ এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রুবেল মিয়া।

টাইফয়েড কর্মসূচির অগ্রগতি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবির সোহেলের সঙ্গে যোগাযোগের জন্য মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, মনপুরা উপজেলায় টাইফয়েড কর্মসূচির প্রথম ধাপে স্কুল পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *