মাওনা চৌরাস্তা হাইওয়ে রোডের পাশে মোহা সিএনজি স্টেশন সংলগ্ন ছিনতাইকারীর কবলে এক যুবক

সুমন প্রধান:


গত ১৬-০৭-২০২৫ ইং রোজ বুধবার আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় মাওনা চৌরাস্তা ডাচ-বাংলা ব্যাংক থেকে ২ লক্ষ ২৮ হাজার টাকা উত্তোলন করে মাওনা চৌরাস্তা মোহা সিএনজি ফিলিং স্টেশনের কাছাকাছি যাওয়ার পথে মুর্শিদ কামাল নামের এক যুবকের কাছ থেকে তিনটি মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ওই ২ লক্ষ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার ও চেঁচামেচিতে সাধারণ জনগণ ছুটে আসলেও তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই স্থানে প্রায়ই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। ভুক্তভোগী মুর্শিদ কামালের দাবি, “আমার মতো যেন আর কেউ এভাবে ছিনতাইকারীর কবলে না পড়ে—এজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

উল্লেখ্য, ভুক্তভোগী মোহাম্মদ মুর্শিদ কামাল হ্যামস গার্মেন্টস লিমিটেডের মার্চেন্ডাইজিং ডিভিশনের সিনিয়র মার্চেন্ডাইজার পদে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *