‘মাদক শুধু ব্যক্তিকে নয়, জাতিকেও ধ্বংস করে’ মাদকবিরোধী সভায় বক্তাদের সতর্কবার্তা

শেখ মামুনুর রশীদ মামুন:

ময়মনসিংহ জেলা স্কুলে সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো মাদকবিরোধী আলোচনা সভা। শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা তুলে ধরতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। এছাড়াও অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন, ইন্সপেক্টর আমিনুল কবীরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা আলোচনায় অংশ নেন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল ও সামাজিক ক্ষতির দিকগুলো তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

মাদকবিরোধী এই সভায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও সঠিক পথে পরিচালিত করার প্রত্যয়কে আরও জোরদার করেছে। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এ ধরনের উদ্যোগকে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সময়োপযোগী ও শিক্ষণীয় হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *