মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
মালয়েশিয়া কর্মরত মেহেন্দিগঞ্জ-হিজলার প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান রাজিব আহসান!
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার সময় মালয়েশিয়া জহুরবারু প্রদেশের তামান ডায়া এলাকায এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জহুর বারু প্রদেশের বিএনপির সহ-সভাপতি মেহেন্দিগঞ্জের সন্তান মোস্তফা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান রাজিব আহসান!
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিন হোসাইন,
আরো উপস্থিত ছিলেন, জহুর বারু প্রদেশের বিএনপির সহসাধারণ সম্পাদক উইসুফ পাটোয়ারী, সহসাধারণ সম্পাদক সোহেল রানা, যুবদল নেতা ইউনুস হাওলাদার, সাকিল, ফারুক, হাফিজুল, ওবায়দুল, জাকির
হাসান, নাহিদ, তানফি, আবদুল্লাহ, নিজাম, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, বিল্লাল, নুরুল হুদা, আনোয়ার মুন্সিসহ আরও অনেকে।
প্রবাসীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং মতবিনিময়কালে প্রধান অতিথি রাজিব আহসান বলেন, নিজেদের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের প্রবাসী ভাইদের প্রয়োজনীয় নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সচেষ্ট রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের অংশ গ্রহণ এর সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির সবাই ঐক্যবদ্ধভাবে সঠিক জায়গায় ভোট প্রদান করতে হবে।
জরুর বারু যেন এক খন্ড মেহেন্দিগঞ্জ। সেখানে হিজলা-মেহেন্দিগঞ্জের অনেক মানুষ কর্মরত রয়েছেন। রাজিব আহসান এর সাথে তাদের যেন এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে অংশ নেন প্রবাসী বাঙালিরা। বিশেষ করে মালয়শিয়া থাকা মেহেন্দিগঞ্জ -হিজলার প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।দিনটি তাদের জন্য এক অনবদ্য আনন্দ ও উচ্ছ্বাসের বার্তা নিয়ে আসে।