মেহেন্দিগঞ্জে জামায়াতের পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি  :

বরিশালের মেহেন্দিগঞ্জে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক কর্মিসভায় মেয়র প্রার্থী হিসেবে পৌর জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ মাহমুদ এর নাম ঘোষণা করা হয়েছে।

জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মাওলানা সাইফুল্লাহ মাহমুদ এর নাম ঘোষণা করেন বরিশাল জেলা কর্ম পরিষদ ও সূরা সদস্য আলহাজ্ব সাইফুর রহমান ওরপে সুফিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলের জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মহি উদ্দিন ও সেক্রেটারী অধ্যাপক সাইফুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ।

মেয়র প্রার্থী পৌর জামায়াতের নায়েবে আমির মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নং সোনামুখি ওয়ার্ডের বাসিন্দা।

বরিশাল জেলা কর্ম পরিষদ ও সূরা সদস্য আলহাজ্ব সাইফুর রহমান ওরপে সুফিয়ার রহমান বলেন, এর ফলে দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে।
আগেভাগে প্রার্থী ঘোষণা করার ফলে তাদের বিজয়ী করতে ঘরে ঘরে জনমত গঠনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম আরও জোরদার হবে।

মেয়র প্রার্থী বলেন, আমাকে মনোনীত করায় আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার সর্বোস্তরের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা রহিলো। আমরা মানুষের খাদেম হইতে চাই। আপনারা আল্লাহকে রাজিখুশি রাখতেই কাজ করবো। এর ফলে দলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা জেগে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *