যাত্রাবাড়ীতে ভুয়া সেনা কর্মকর্তা আটক: সেনা সরঞ্জাম ও নকল আইডি কার্ডসহ দম্পতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে টহল দল সম্প্রতি একটি বিশেষ অভিযান চালায়। এ সময় তারা থানার অন্তর্গত হোটেল তাজ নামক আবাসিক হোটেলে গিয়ে তথ্য পায় যে, এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সস্ত্রীক গত এক মাস ধরে অবস্থান করছেন।

টহল দল সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করলে তার কথোপকথন সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়। ওই ব্যক্তির কাছে সেনাবাহিনীর সদস্যদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র এবং প্রতারণার নথিপত্র পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা সেজে প্রতারণার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে টহল দল দুইজনকে আটক করে। তারা হলেন খুলনার তেরখাদা থানার হাড়িখালি গ্রামের বাসিন্দা এসএম নাজমুল হাসান সুমন (২৮) এবং গাজীপুর সিটি করপোরেশনের কলশেপুর এলাকার শিরিন আক্তার (৩৭)। দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান করছিলেন।

তাদের হেফাজত থেকে টহল দল ভুয়া সেনা আইডি কার্ড, সেনা ইউনিফর্ম পরিহিত ছবি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ ব্যাজ, সেনাবাহিনীর পোশাক সামগ্রী, প্রতারণার বিভিন্ন নথি, সাংবাদিক পরিচয়পত্র, একটি ওয়ালেট, দুইটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং বিভিন্ন স্থানের দলিলপত্র উদ্ধার করে।

অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *